Daraz হলো বাংলাদেশের সবথেকে বড় ইকমার্স প্লাটফর্ম। এখানে আপনি সেলার হওয়ার মাধ্যম প্রোডাক্টস বিক্রি করতে পারবেন কমিশন শেয়ার এর মাধ্যমে।
🔹 Daraz-এর কমিশন কাঠামো ২০২৫
Daraz বিভিন্ন ক্যাটেগরির উপর আলাদা কমিশন ধার্য করে থাকে। বর্তমানে কমিশন হার ০% থেকে প্রায় ১৭% পর্যন্ত হয়ে থাকে। উদাহরণস্বরূপ—
ক্যাটেগরি কমিশন রেট (গড়)
- ইলেকট্রনিক্স (মোবাইল, ল্যাপটপ) ২–৩%
- ফ্যাশন ও লাইফস্টাইল ১৫–১৭%
- হেলথ ও বিউটি ১০–১৩%
- গ্রোসারি ৩–৪%
- হোম অ্যাপ্লায়েন্স ও আসবাবপত্র ৮–১২%
- চ্যারিটি, টপ-আপ, সার্ভিস প্রোডাক্ট ০%
এইগুলো ফাইনাল না। নিচে কমিশন রেট চূড়ান্তভাবে দেওয়া আছে।
🔹 Daraz-এর অতিরিক্ত চার্জ
Daraz শুধু কমিশন নয়, আরও কিছু খাত থেকে ফি নেয়—
- Payment Fee: প্রোডাক্ট মূল্যের উপর প্রায় ২–২.৫%
- Shipping/Logistics Fee: কুরিয়ার চার্জ নির্ভর করে সাইজ ও ওজনের উপর
- Advertising Fee (Sponsored Ads): বিক্রেতারা চাইলে পণ্য প্রোমোট করতে আলাদা খরচ করে
- Handling Fee: কিছু ক্ষেত্রে ৫–৩০ টাকা পর্যন্ত
নিচে দারাজ ক্যালকুলেটর লিংক দেওয়া আছে কপি করে ব্রাউজার এ কি করুন। ডাইরেক্ট ডাউনলোড করে এক্সেল বা গুগল sheet এ রান করার পারবেন।
dubble click to copy
https://docs.google.com/spreadsheets/d/129TDIkTH6lSLjCvi0xyDUPE8aS7ukJneAFUt9yvMLzM/edit?usp=drivesdk
কমিশন রেট দারাজ
নিচে টেবিলে দেওয়া আছে বর্তমান কমিশন রেট
